আমির ভান্ডার ওরশে আখেরী মোনাজাত করছেন হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ শহিদ শাহ আমির ভান্ডারী।

পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের হাদীয়ে জামান শাহ সূফী হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারীর ৫ আশ্বিন ২০ সেপ্টেম্বর আন্জুমানে রহমানিয়া সৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় পর্ষদের ব্যবস্থাপনায় পবিত্র মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মোনাজাত করেন,আমির ভান্ডার দরবার শরীফের গাউসিয়া রহমান মন্জিলের সাজ্জাদানশীন হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ শহিদ শাহ আমির ভান্ডারী। তকরির পেশ করেন হযরতুলহাজ্ব আল্লামা জাহাঙ্গীর আলম আল কাদেরী,হযরতুলহাজ্ব আল্লামা মঈনুদ্দিন খান মামুন আল কাদেরী ও আল্লামা ইলিয়াস আমিরী। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে ওরশ শরীফ সম্পন্ন হয়। এতে দেশ বরেণ্য আলেমগণ ওরশ শরীফে উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন , আনজুমানে রহমানিয়া সৈয়দিয়া আমির ভান্ডারী কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সভাপতি আহমদ কোং,হাজী তাহের আহমদ, হাজী নাছির আহমদ,আনোয়ার ভান্ডারী,এম হাসান রেজা আমিরী, দিদারুল আলম ভান্ডারী,তৌহিদুল ইসলাম, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ বেলাল,জিয়া উদ্দীন, রফিক হোসাইন পাহেল,জুয়েল ভান্ডারী প্রমুখ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।