আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন বাংলাদেশ কাউন্সিলের সাথে বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ চট্টগ্রাম জেলা মহিলা কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বিএলএফ চট্টগ্রাম জেলা মহিলা কমিটির সভাপতি গুলজার বেগমের সভাপতিত্বে দপ্তর সম্পাদক বিবি আমেনা ও যুগ্ম সাধারণ সম্পাদক সাকিলা সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল্লাহ বাদল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এম সাহদাত হোসেন ।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ লেবার ফেডারেশন-বিএলএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি সৈয়দ রবিউল হক শিমুল, মহানগর কমিটির সহ-সভাপতি নুরুল আবছার তৌহিদ, চট্টগ্রাম বিভাগীয় বিএলএফ যুব কমিটির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মহানগর কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন, জেলা যুব কমিটির সভাপতি ইমাম হোসেন সবুজ, মহানগর যুব কমিটির সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী জেলা বিএলএফ এর দপ্তর সম্পাদক জাহিদ প্রমুখ।
বক্তারা বলেন, অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও তাদের পরিবারকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। শ্রম অধিকার বাস্তবায়ন করার পাশাপাশি সকলকেই সমবায় ও ট্রেড ইউনিয়ন এর মাধ্যমে ঐক্য বদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।