আনোয়ারায় শনিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামের নয়া রাস্তার মাথা এলাকায় শিয়ালের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছে।

আহতরা আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে জুবাইদা নামের আড়াই বছর বয়সী এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত আবুল হাশেম (৫০) বলেন, ‘সন্ধ্যায় একটি শিয়াল কৈখাইন গ্রামের সৈয়দ বাড়িতে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকে কামড় দিয়েছে। এতে নারী–পুরুষ ও শিশু মিলে অন্তত ২০ জন আহত হয়েছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এইচ এম মুনতাসির জাহিন বলেন, ‘শিয়ালের কামড়ে আহতদের মধ্যে একজন শিশুকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।