আমির ভাণ্ডার শরীফের আর্দশবাহী সংগঠন আনজুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় পর্ষদের সভাপতি হযরত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ শহিদ শাহ্ আমিরভাণ্ডারী (ক.) সভাপতিত্বে কার্যকরী সংসদের ২০২২-২০২৪ এর প্রথম আলোচনা সভা গত ২৫ মার্চ শুক্রবার বাদে মাগরিব চট্টগ্রাম মহানগরের কাজিরদেউরি অস্থায়ী কার্যলয়ে সাধারণ সম্পাদক মুহাম্মদ নেজাম উদ্দিনের সঞ্চলানায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আনজুমানে রহমানিয়া ছৈয়দিয়া আমিরভাণ্ডারী কেন্দ্রীয় কার্যকারি সংসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।