এবার বাংলাদেশেও প্রবেশ করেছে করোনার ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রন। জিম্বাবুয়েফেরত দুই নারী ক্রিকেটারের দেহে করোনার এই ধরন শনাক্ত হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) এক অনুষ্ঠানে এ তথ্য নিশ্চত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

জানা যায়, জিম্বাবুয়েফেরত ওই ক্রিকেটারদের নমুনা পরীক্ষা করা হয়। এতে রিপোর্ট পজিটিভ আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে ধরনটি ওমিক্রন বলে নিশ্চিত করে।

দুই নারী ক্রিকেটারের শরীরে মৃদু লক্ষণ আছে। তবে তাঁরা ভালো আছেন এবং পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।