নগরীর উত্তর আগ্রাবাদ মুহুরি পাড়ায় ৬ নভেম্বর যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ১৫ তম ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্রায় সাড়ে তিন’শ রোগীকে ফ্রী চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শনে করেন সাবেক কাউন্সিলর নাজমুল হক ডিউক, সাবেক মহিলা কাউন্সিলর ফারজানা জাবেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. শাহ আলম। এসময় উপস্থিত ছিলেন নিজাম উদ্দিন, আকবর হোসেন,আবদুল করিম,এসকান্দর মির্জা, হাজী সাহেদুল ইসলাম, সাজ্জাদ আলি জুয়েল, সাজিবুল ইসলাম সাজিব, বিভু দেবনাথ, অর্জুন, রাসেল হোসেন, আবদুল্লাহ আল মামুন, ওমর ফারুক, আবিদ হাসান, ওমর শরীফ, ওয়াহিদুল ইসলাম রাকিব, তৌহিদুর রহমান, আশীক চৌধুরী, জামশেদ আলম, সাগর হোসন প্রমুখ।

ফ্রী চিকিৎসা ক্যাম্পে এসে দিন মজুর মো.আনিছ মিয়া জানান,দিন মজুরের কাজ করে কোন রকম সংসার চলে। করোনা ভাইরাসের কারণে র্কমহীন ছিলাম দীর্ঘদিন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারিনি। আজ ফ্রী চিকিৎসা ক্যাম্পে এসে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধে পেলাম।

ফ্রী চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণকালে কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু বলেন,মানুষের বেঁচে থাকার মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে চিকিৎসা । একজন দলীয় কর্মী হিসেবে করোনা মহামারিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ পালন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহ্বানে সাড়া দিয়ে করোনাকালে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ফ্রী চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করে যাচ্ছি। যা চলমান থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।