নগরের আগ্রাবাদে বুধবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জাম্বুরি পার্ক এলাকায় সাইকেল র্যালি থেকে এক রিক্সাচালককে মারধরের পর দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে সাইকেল র্যালিতে থাকা সাউন্ড সিস্টেমের কর্মচারী হাশেম খান(৩০) নামে এক যুবকের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আগ্রাবাদ জাম্বুরি পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে আটক করেছে ডবলমুরিং থানা পুলিশ। নিহত যুবকের লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে রয়েছে।