আগামী ২৩ নভেম্বর রেডিসন ব্লু তে শিক্ষা মেলা সফল করতে নগরীর একটি রেস্টুরেন্টে ২১ নভেম্বর বিকাল ৪ টায় BB360 উদ্যোগে এক মত বিনিময় অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের সিইও ড্যানিয়েল আলম,সিএসও এ.আর.শরিফ সহ এক্সপ্লোর,রিকো,মেন্টর্স,এম৮,সাবলাইম,স্টুডেন্ট কাউন্সিল, যাসলিংকস,পিএসবি,এসিসিএ ,সিটি ব্যাংক ,ফেইথ ওভারসিস, এডুকেয়ার বিডি, স্টাডিনেটের সিইও সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দরা।
মত বিনিময়কালে বক্তারা বলেন,এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপো ২৩ নভেম্বর রেডিসন ব্লু তে সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলবে BB360 উদ্যোগে আয়োজিত শিক্ষা মেলা । এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপোর শিক্ষা মেলায় থাকবে চট্টগ্রাম এবং ঢাকাসহ দেশের স্বনামধন্য বিভিন্ন কন্সাল্টেন্সি এজেন্সি।

শিক্ষার্থীদের সুবিধার্থে বিনামূল্যে প্রবেশ করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ ইউএসএ ,কানাডা ,জার্মানি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চায়না ইন্ডিয়া এবং ইউরোপের দেশ সহ সকল দেশে লেখাপড়া করতে যাওয়ার তথ্য পরামর্শ জানতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে । এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার এক্সপো’র ব্যাংকিং পার্টনার দ্য সিটি ব্যাংক এবং নলেজ পার্টনার এসিসিএ বাংলাদেশ।