নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে অবস্থান করে মাদক সেবন ও পথচারীদের উত্যক্ত করার অপরাধে রোববার (২ আগস্ট) পাঁচ কিশোরসহ ১৩ জনকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

আটককৃতরা ১৩ জনের মধ্যে মো. আলী কাউসার (৫৪), মো. জাহাঙ্গীর (৪৬), মো. জামাল (৩৬), মো. জাহাঙ্গীর (৩০), মাসুম (২০), শাকির (২১), লিটন (৫০), মো. সোহেল (২১), মো. হাবিবুর রহমান ইফাত (১৬), মো. রাসেল (১৭), মো. জুয়েল (১৬), মো. নাজিম (১৪) ও মো. লাল বাদশা (১৫)। আটককৃত পাঁচ কিশোরকে সংশোধনাগারে পাঠানো এবং বাকি আটজনকে প্রসিকিউশন দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাঁচলাইশ থানার (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে অবস্থান করে মাদক সেবন, পথচারীদের উত্যক্ত করার অপরাধে পাঁচ কিশোরসহ ১৩ জনকে আটক করা হয়েছে। আখতারুজ্জামান ফ্লাইওভার ও তার আশেপাশের এলাকায় ছিনতাই প্রতিরোধে পুলিশের টহল নিয়তিম চলছে বলে জানান তিনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।