আকবর শাহ থানা শাখা জাগো হিন্দু পরিষদের উদ্যোগে ১৮ মার্চ শুক্রবার সকালে দোল পূর্ণিমা উপলক্ষে দোল উৎসব পালন করা হয়।

জাগো হিন্দু পরিষদ আকবর শাহ শাখার সভাপতি শুভ দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাওন কর্মকারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রমনা কালী মন্দিরের উপদেষ্টা ও জাগো হিন্দু পরিষদের প্রধান উপদেষ্টা মিলন শর্মা।

আরো উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সভাপতি রুবেল কান্তি দে, সাধারণ সম্পাদক টিটু শীল, এন্টন দাশ, সবিতা বিশ্বাস। জে এইচ পি আকবর শাহ থানার কমিটির উপদেষ্টা সুজন দত্ত, সবুজ দে, অরুপ আচার্য, উজ্জল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, জাগো হিন্দু পরিষদ আকবর শাহ শাখার প্রশান্ত দত্ত, দীপ্তাংশু মজুমদার, প্রিন্স মজুমদার, শুভ দে, শুভ চৌধুরি, তপন দাশ, রিমন দত্ত, প্রীতম আচার্য, সব্যসাচী আচার্য,অনিক রায়, পাপ্পু বণিক,পলি দত্ত, পিয়া দাশ, চন্দ্রিমা দত্ত, অন্তু মজুমদার, আপন আইচ, সুদীপ্ত মজুমদার, অন্তু দত্ত, সাগর দত্ত, তনু দত্ত, আকাশ দাশ, অসিত দেব রিদয়, হিমেল দাশ, রক্সি সরকার প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।