নগরীর আকবরশাহ এলাকা থেকে ২৬ গ্রাম হেরোইনসহ মো. মানিক (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার মানিক বরিশাল জেলার গৌরনদী থানার কালনার মৃত আব্দুল মজিদ ফরাজীর ছেলে।
শুক্রবার (২২ অক্টোবর) রাত ১০টায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নুরুল আবছার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাত ১০টায় অভিযানে যায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মো. মানিককে গ্রেপ্তার করা হয়। পরে তার প্যান্টের পকেট থেকে ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার মাদকের মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। গ্রেপ্তার মানিককে আকবরশাহ থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।