নগরীর আকবরশাহ থানার টোলরোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) ভোরে টোল রোডের লতিফপুর এলাকার বেড়িবাঁধের রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন : সাহেদ হোসেন টিটু (২৪), মোহাম্মদ জাহিদ হোসেন শাকিল (২২) ও শাহেদ আজগর হীরা (২৪)।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জহির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টোল রোডে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের তল্লাশি করে একটি দেশীয় এলজি, ২টি কার্তুজ, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করা হয়। ডাকাত দলের পলাতক সদস্য মুরাদ হাসান (২৪), মো. আজাদ (৩৫), জুয়েল (২৫) ও ইমনকে ধরতে পুলিশ চেষ্টা করছে।