উত্তর পতেঙ্গা মুসলিমাবাদ নিবাসী অলি বেগ বাবুর্চির ছোট ছেলে মোহাম্মদ জাবেদ কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার হার্টে ৫ টি ব্লক ধরা পড়েছে চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকার। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিছিুদিন চিকিৎসা সেবা নিলেও আর্থিক সংকটের কারণে পরিবার নিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন জাবেদ। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহায়তার হাত বাড়ালেও আরো টাকার প্রয়োজন। তারই ধারাবাহিকতায় জাবেদের সু-চিকৎিসার জন্য বিশিষ্ট সমাজ সেবক ও আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের উপদেষ্টা নিউজিল্যান্ড প্রবাসী রানা মাসুদ ২০ হাজার টাকা আর্থিক ভাবে সহায়তা করেছেন।

৫ জুলাই (বুধবার)সকাল ১০ টায় নিউজিল্যান্ড প্রবাসী রানা মাসুদের পক্ষে আর্থিক সহায়তার ২০ হাজার টাকা মোহাম্মদ জাবেদের হাতে তুলে দেন ৪০ নম্বর ওয়ার্ডের আওতাধীন বি ইউনিট আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ নাছির আহম্মদ,আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের সভাপতি মোহাম্মদ নেজাম,সমাজ সেবক মোহাম্মদ জামিল উদ্দিন রাসেল।

বিশিষ্ট সমাজ সেবক ও আলোকিত পতেঙ্গা মানবিক সংগঠনের উপদেষ্টা নিউজিল্যান্ড প্রবাসী রানা মাসুদ জানান,মানুষ মানুষের জন্য তাই মানবতার কল্যাণে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। যার যার অবস্থান থেকে সমাজের হতদরিদ্র ও অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।