চট্টগ্রাম নগরীতে ( ২৯ জুন) পৃথক অভিযানে চালিয়ে ষোলশহর এলাকা থেকে ৪ জুয়াড়িকে আটক করছে র্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে ষোলশহর স্টেশনের পাশে গ্রিনভ্যালি আবাসিক এলাকায় জসিম কুলিং কর্নার ও আবদুস সালামের চায়ের দোকানে পৃথক অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করা হয়। আটকদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটকরা হলেন— নোয়াখালী থানার ধর্মপুর ইউনিয়নের কামরুল ভুইয়ার ছেলে মো. জাকির হোসেন (২৫), সদরঘাট থানার আলকরণ এলাকার খোকন দত্তের ছেলে বিপ্লব দত্ত (২৮), বোয়ালখালী থানার পূর্ব গোমদণ্ডি ইউনিয়নের অরুণ ধরের ছেলে রুবেল ধর (২৪), সাতকানিয়া থানার চরখাগুরিয়া এলাকার মো. আলীর ছেলে মো. মুনসুর (৩৩)। পরে আটকদের পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।