চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদ ২০০ জন রোগীদের মাঝে ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেলে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সভাপতি নুর আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক হাসিফুল ইসলাম জয়,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন,অর্থসম্পাদক গোলাম রাব্বি,কার্যকরী সদস্য রাফিউল ইসলাম,সদস্য সৈকত দাশ।

ফ্রিডম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে খাবার বিতরণ কালে ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা জানান, যে কোন পরিস্থিতে আগামীতেও আমাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।